নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গনসংযোগ করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রিয় বিএমএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি গনসংযোগ শুরু করে লক্ষিপুর মোড় পর্যন্ত পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেনির মানুষের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন ও রাসিক সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক, কেন্দ্রিয় বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা.তারেক মেহেদী পারভেজ, কেন্দ্রিয় বিএমএর দপ্তর সম্পাদক ডা. মো. শহিদুল্লাহ শহীদ, রাজশাহী বিএমএর সভাপতি ডা. এবি সিদ্দিকী, ডা. চিন্ময় কান্তি দাস প্রমুখ।
গনসংযোগ শেষে স্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দের সাথে ‘বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন । তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য খাতের উন্নয়ন তুলে ধরেন এবং এই উন্নয়ন ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।