• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে ‘সংসদ সদস্যদের সাথে অপরাজিতাদের সংলাপ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৯ মে, ২০২৪

‘সংসদ সদস্যদের সাথে অপরাজিতাদের সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল  ১০টায় সীমান্তে অবকাশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সদস্য ও রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন।

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, নাটোর-নওগাঁর সংরক্ষিত সংসদ সদস্য কুহেলী কুদ্দুস, নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, রাজশাহী মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও অ্যাডভোকেট ইয়াহিয়া।

উক্ত সংলাপে বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সংশ্লিষ্ট বিভিন্নকর্মসূচীর সাথে সংশ্লিষ্ট সুধীজনসহ একশোর অধিক অপরাজিতা অংশগ্রহণ করেন।

সংলাপে বক্তারা নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলেন। অংশগ্রহণকারী অপরাজিতারাও তাদের বিভিন্ন অভিজ্ঞতা, দাবী তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেসী নেটওয়ার্ক কোঅর্ডিনেটর শাহীনা লাইজু ।


আরো খবর