• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে সপ্তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাজশাহীতে সপ্তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে সপ্তম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা স্কাউটসের সভাপতি আব্দুল জলিল। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজশাহী জেলা স্কাউটসের কমিশনার মুহাম্মদ শরিফুল হক।
এর পরে, উপস্থিত সবাইকে স্কাউটের স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। ছয় দিনব্যাপী এই স্কাউট সমাবেশে জেলার ৯০টি মাধ্যমিক ও সমমান মাদরাসার ৭২০ জন স্কাউট সদস্য পদ্মা মূল এরিনাসহ বারনই, মুসাখা, বড়াল, নারদ নদ নামে ৪টি সাব ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এই স্কাউট সমাবেশে ৩১ ডিসেম্বর শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা স্কাউটসের সাফল্যময় দিক তুলে ধরে সমাবেশে অংশগ্রহণকারি সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি নূরুল হাই মোহাম্মদ আনাছ, পবা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি লসমী চাকমা।
উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলার স্কাউটসের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।


আরো খবর