• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারদণ্ড দিয়ে আদালত। মঙ্গলবার রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ এই রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন, আজহার আলী (৫৫)। তিনি নগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর এলকার মৃত আব্দুল জলিলের ছেলে। রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুল আলম বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজহার আলী প্রায় তার স্ত্রী দেলোয়ারা বিবিকে নির্যাতন ও মারধর করতেন। এই ঘটনার আগে তার স্ত্রী রাজশাহী মেডিকেল কালেজ হাসপতালে তিন/চার বার চিকিৎসাও নিয়েছে। ২০২০ সালের ১৩ এপ্রিল কথা কাটাকাটির জেরে বালিস চাপা দিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই আক্তার আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আদালত আজকে রায় ঘোষণা করেন।
বাবু বলেন, আসামী আজহারের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানীত হওয়ার আদালত আসামীকে দণ্ডবিধি ৩০২ ধারায় আমৃত্যু কারাদণ্ড প্রদাণ করেছেন। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।


আরো খবর