নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ১৫ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্পসহ এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত ১০ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, মোঃ শহিদুল ইসলাম (৪০)। তিনি বাঘা থানার বলিহার বেতীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। মঙ্গলবার সকালের র্যাব৫ এর অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানার কৃষ্ণপুর এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। এসময় বাস যোগে নাটোর যাবার সময় শহিদুলের কাছে থেকে নকল দেড় লাক্ষ ১০ টাকার রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে নকল রাজস্ব স্ট্যাম্প ও পূর্বে ব্যবহৃত রাজস্ব স্ট্যাম্পসমূহ বিক্রয় করে সরকারের পাশা-পাশি জনসাধারণের ক্ষতিসাধন করে আসছে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় প্রতারণা আইনে মামলার প্রক্রিয়া চলছে।