• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

রাজশাহীতে ৫ রত্নগর্ভা মা দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে নগরীর কয়েরদাঁড়া অবস্থিত গির্জা অডিটরিয়ামে এ সম্মাননা দেওয়া হয়।
রত্নগর্ভা মায়েরা হলেন, ফাদার ডমিনিক মন্টু হাঁসদার মা তেরেজিনা হেম্ব্রম, ফাদার স্যামুয়েল সরেনের মা: মনি টুডু, ফাদার উইলিয়াম মানিক বিশ্বাসের মা মারিয়া বিশ্বাস, ফাদার ইগ্নাশিউস বিন্দু হেম্ব্রমের মা আগ্নেশ মুরমু, সিস্টার তেরেসা মার্ডীর মা আন্জুলিনা হাঁসদা।
সংগ্রামী নারীরা হলেন, মন্জু বিশ্বাস ও নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী মুর্মু।
এসময় উপস্থিত ছিলেন, পবিত্র পরিবার ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উইলিয়াস মুরমু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া খানম, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী মুর্মু সাবেক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল অহম্মেদ, সেন্ট সুইস স্কুলের সিস্টার সুচিত্রা গমেজ, সৃজনশীল যুব সংঘের প্রধান উপদেষ্টা জন পলাশ হাঁসদা।


আরো খবর