রাজশাহীর পবা থানা পুলিশ ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিন মামলার কারাদণ্ড প্রাপ্ত একআসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতর নাম জান্নাতুন সালমা। তিনি রাজশাহী নগরীর পবা থানার নওহাটা বাজারের মৃত মোস্তাকিন সরকারের মেয়ে।
নগর পুলিশ জানায়, জান্নাতুন সালমার বিরুদ্ধে তিনটি মামলায় ৬ মাস করে দেড় বছর কারাদণ্ড ও সাড়ে দশ লক্ষ টাকা অর্থদণ্ডসহ একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে তিনি পালিয়ে ছিলেন। গতকাল বুধবার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সালমা গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় আত্মগোপনে রয়েছে।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই তাজউদ্দিন আহম্মেদের একটি দল বুধবার দিবাগ ভোর রাত সোয়া ৫ টায় অভিযান চালিয়ে সালমাকে থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সালমাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।