নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরভবনে সিডিসি সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মোছাঃ নাছিমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে সমবায় অফিসার নাছিমা খাতুন বলেন, নিজেদের সঞ্চয়ে নিজেদের ভবিষ্যত গড়তে সমবায় সমিতির গুরুত্ব অপরিসীম। সঞ্চিত অর্থ দিয়ে নিজেদের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে বেশি করে সঞ্চয় করতে হবে। আর তা দিয়ে নিজেদের আপদকালীন সময়ে দ্রুত সমস্যা সমাধানে কাজে লাগবে। এজন্য সঞ্চয়ে উদ্বুধ করতে সকলের প্রতি আহবান জানান তিনি। সভার শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতির উপদেষ্টা রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আজমীর আহম্মদ মামুন। সভায় সমিতির সহ-সভাপতি মমতাজ আক্তার, কার্যনির্বাহী সদস্য গোলাম রাসেল, আব্দুর রশিদ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।