“চলো সবাই মাদকছারি, খেলায় মনোনিবেশ করি” এই ভীষণকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে পারইল প্রিমিয়ার লিগের সেশন-১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার উপজেলার পারইলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পারইল ক্রিকেট একাদশ এই খেলার আয়োজন করেন। খেলায় ৩টি দলের মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারইল ক্রিকেট একাদশের অধিনায়ক মো. জিল্লুর রহমান ও সঞ্চালনায় ছিলেন ক্রীড়াবিদ এনামুল হক।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পারইল ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান জাহিদ। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।