পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বড়গাছা, একডালা, মিরাট ও কালীগ্রাম ইউনিয়নের ভিজিএফ’র সুবিধাভোগীদের মাঝে চালগুলো বিতরণ করা হয়।
একডালা ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করেন, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু মুসা, একডালা ইউপি সচিব সেলিনা আক্তার বানু ও একডালা ইউপি মেম্বাররা।
এর আগে বৃহস্পতিবারে চারটি ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে চলতি বছর বিনামূল্যে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৪. ৫৬ মেট্টিক টন ভিজিএফ’র চাল বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।