• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাত পোহালে আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হলো নির্বাচনী সরঞ্জাম

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

রাত পোহালে মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জামাদি হাতে বুঝিয়ে দেয়া হয়।
প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনী সরঞ্জামাদি ও আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছে। আদমদীঘি উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদ  বলেন, এই উপজেলায় মোট ১ লাখ ৭২ হাজার ৪৯০ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটর ৮৬ হাজার ৫৩৭ জন ও নারী ভোটার ৮৫ হাজার ৯৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১জন রয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ জানান, প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহলে থাকবে।
আদমদদীঘি উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, মটরসাইকেল প্রতীক নিয়ে সাবেক শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা ও ঘোড়া প্রতীক নিয়ে জ্যেষ্ঠ প্রভাষক সাংবাদিক তোফায়েল হোসেন লিটন প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি চশমা প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা প্রতীক হাঁস এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন প্রতীক প্রজাপতি নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম শেষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। অবাধ নিরপেক্ষ ও শান্তিপুর্ণ একটি নির্বাচন উপহার দিবো।


আরো খবর