রাবির অধ্যাপক ড. প্রদীপ ও প্রনবের বাবা প্রবোধ কুমার পান্ডের শ্রাদ্ধ অনুষ্ঠানে রাসিক মেয়র ও ভিসি
বাঘা প্রতিনিধি :
বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও অধ্যাপক প্রনব কুমার পান্ডের বাবা প্রবোধ কুমার পান্ডের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে। শনিবার উপজেলার নারায়নপুর গ্রামে এ শ্রাদ্ধ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি ড. সুলতান উল ইসলাম, সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম, বাউসা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও অধ্যাপক প্রনব কুমার পান্ডের বাবা প্রবোধ কুমার পান্ডে ২৯ মার্চ মৃত্যু হয়। তিনি ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাঘা জোনের পরিচালক। #