• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাবির সহকারী প্রক্টর লাঞ্ছিত, বহিরাগত যুবক আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

রাবি প্রতিনিধি
ক্যাম্পাস ত্যাগ করতে বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে এক বহিরাগতদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মাঠ (ইবলিশ চত্বর) সংলগ্ন পুকুর ঘাটে এ ঘটনা ঘটে। পরে ওই বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক ব্যক্তির নাম আরিফ মাহমুদ। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।
ভুক্তভোগী শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ সংলগ্ন পুকুর পাড়ে একটি মেয়ের সঙ্গে বসে ছিলেন আরিফ মাহমুদ। এসময় প্রক্টরিয়াল বডির দায়িত্বে থাকা এক সহকারী প্রক্টর তাদের পরিচয় জানতে চায়। এসময় আরিফ নিজেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিচয় দিলে ওই সহকারী প্রক্টর তাকে ক্যাম্পাস ত্যাগ করতে বলেন। তখন বহিরাগত ওই ব্যক্তি সহকারী প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য বিনিময় করেন। একপর্যায়ে ওই শিক্ষকের গায়ে হাত তোলেন তিনি।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় ওই বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়। খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়৷ পরে  আড়াই ঘণ্টা প্রক্টর দফতরে আটক রাখার পর রাত ৮টার দিকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে আমরা আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করেছি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর