• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীবাসীকে যুবদল নেতা রিটনের ঈদের শুভেচ্ছা প্ররতারণা করে ফ্ল্যাট হাতিয়ে নেয়ার অভিযোগে কৃষি কর্মকর্তা ও তার স্বামীর বিরুদ্ধে মামলা  কারাফটকে মায়ের মরদেহ দেখলেন সাবেক এমপি আসাদ বানেশ্বর-ঈশ্বরদী সড়ক নিয়ে নতুন শঙ্কা চলে গেলেন বরেন্দ্রের প্রাণ পুরুষ ড. আসাদুজ্জামান বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে বাঘায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবার মৃত্যু: মেয়ের পা বিচ্ছিন্ন চাঁপাইনবাগঞ্জে খাস জায়গায় দোকানঘর নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আ’লীগের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে সমাজসেবা কর্মকতাসহ গ্রেপ্তার ৮

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ^বিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার শেখ আবু হানিফ। কিন্তু তিনি সফল হতে পারেননি। বিশ^বিদ্যালয় প্রশাসনের হাতে ধরা পড়েন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এদিকে, বিশ^বিদ্যালয়ের ভর্তি জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকার দায়ে রাবি ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ‘এ’ ইউনিটের চতুর্থ শিফটে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৩৯ নম্বর কক্ষে অন্যের হয়ে প্রক্সি দিতে বসেন শেখ আবু হানিফ। তিনি  ৩৮ তম বিসিএস নন ক্যাডার অফিসার। বর্তমানে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বিশ^বিদ্যালয় প্রশাসনের মনিটরিংএ ধরা পড়েন তিনি। মঙ্গলবার অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে মোট ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ^বিদ্যালয় প্রশাসন। ওই দিন আইনশৃঙ্খলা বাহীনির জিজ্ঞাসাবাদে ৬ জন তাদের নাম-পরিচয় প্রকাশ করলেও শেখ আবু হানিফ নিজের পরিচয় গোপন রাখেন। তবে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার নাম-পরিচয়।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং রাবির ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক বলেন, মঙ্গলবার আটক হওয়া প্রক্সিদাতাদের দেয়া তথ্য অনুযায়ী শান্তর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটি নিশ্চত হওয়ার পর নগরীর কাটাখালি এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার একরামুল হক জানান, রাবির ভর্তিতে প্রক্সি ও জালিয়াতির ঘটনায় মোট ৭টি মামলা হয়েছে। এরমধ্যে মতিহার থানায় ৬টি মামলা। আর চন্দ্রিমা থানায় একটি মামলা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মামলাগুলো তদন্ত করছে।

 


আরো খবর