নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে রামেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অধ্যক্ষ ডা. মো.নওশাদ আলীর নেতৃত্বে রামেকের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদেও নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বাচিপের সহ সভাপতি ডা.তবিবুর রহমান শেথ, স্বাচিপ রামেক শাথার সভাপতি ডা.মো.খলিলুর রহমান,জেলা স্বাচিপের সভাপতি ডা.কান্তি দাস, শিক্ষক সমিতিরি সভাপতি ডা.মো.হাফিজুর রহমান,রামেক উপাধ্যক্ষ ডা. মো. হাবিবুল্লাহ সরকার,গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা.রোকেয়া খাতুন,ডা.হারুন অর রশিদ সহ চিকিৎসক বৃন্দ।