• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন-রীমন আলী। নূর ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের ৫৯তম এমবিবিএস শিক্ষার্থী। রীমন আলী রাজশাহী মেডিকেল কলেজের ৬১তম এমবিবিএস শিক্ষার্থী।
রোববার রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার কপিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করেন।
জানা গেছে- জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন ছাত্রনেতা নূর ইসলাম। তিনি ছাত্র আন্দোলনে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী হলেও তিনি নগরীর লক্ষ্মীপুর, সাহেব বাজার, ভদ্রা, তালাইমারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেনগেটে জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে ছিলেন তিনি।
এছাড়া কমিটিতে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মানসিফ তাহসিন, সহ-সভাপতি আমরি মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানীফা হানীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস সাদিক, রোবায়েত, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন, দফতর সম্পাদক শাহরিয়ার সাজিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান।


আরো খবর