• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রামেবিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আলোকে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হয়। রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার ও উপ-কলেজ পরিদর্শক ডা. জোহা. মোহম্মদ মেহেরওয়ার হোসেন। রামেবির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সস পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন সহকারী রেজিস্ট্রার (চ.দা.) রাসেদুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন ও প্রকিউরমেন্ট কনসালটেন্ট রেয়াজাত হোসেন।


আরো খবর