নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ক্লাব লাউঞ্জে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ী। এ সময় তৃতীয়বারের মতো প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি নির্বাচিত হওয়ায় গৌতম লাহিড়ীকে ক্রেস্ট প্রদান ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের উপর লেখা বই উপহার দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সোনালী ব্যাংক পিএলসি এর সাবেক জেনারেল ম্যানেজার শেখ শাহ আলী মোছাদ্দেক, সাবেক ছাত্রনেতা ও মাসিক অন্যদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক একে লুৎফর রহমান সেন্টু, সম্পাদক আল আমিন বাবু, সোনালী ব্যাংক পিএলসি এর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রোম্মান উদ্দিন এবং ড. রেজা উপস্থিত ছিলেন।