• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রাসিক মেয়রের সাথে চায়নার কর্পোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৫ জুন, ২০২২

রাজশাহীতে মহানগরীতে পানি ও পয়:নিষ্কাষণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) একটি প্রতিনিধিদল।

শনিবার দুপুরে নগরভবনে মেয়র মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সিসিইসিসির প্রতিনিধিবৃন্দ রাজশাহী মহানগরীতে সুপেয় পানি ও পয়: নিষ্কাষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। রাজশাহীর উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সিসিইসিসির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

রাজশাহী সিটি কর্পোরেশনের সংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিসিইসিসি বাংলাদেশ লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট সেন্টারের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার লির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সিসিইসিসি ওয়াটার এন্ড স্যানিটেশন ডিভিশন হেড কোকো ঝু, জেনারেল ম্যানেজারের সহকারী অভিষেক পাল, প্রকৌশলী আকতারুজ্জামান বাবু।

এ সময় রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।


আরো খবর