• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

রিজার্ভ তলানিতে, ৩ মাসের আমদানির ক্ষমতা নেই: রিজভী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে জাতীয়তাবাদী যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম ভাদরুর সভাপতিত্বে যুব ও ছাত্রদলের অনেকে উপস্থিত ছিলেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বলা হচ্ছে। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার, যা দিয়ে তিন মাসের আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না, প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে। এই যে দেশে অভাব অনটন আসছে আপনি এর প্রতিবাদ করতে যাবেন আপনাকে কারাগারে যেতে হবে। নির্যাতনের শিকার হতে হবে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সীমান্ত চুক্তি করার পরেও বাংলাদেশিদের হত্যা করা করছে ভারতের বিএসএফ। প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু মাথা উঁচু করে কথা বলতে পারেন না। প্রধানমন্ত্রী কি পেয়েছে তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার সেটাও আপনি পাননি। তিস্তার পানি পাননি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতের সঙ্গে এত প্রেম এত মহব্বত ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথাই বলেনি। ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো।

রিজভী বলেন, ২০১৮ সালে নির্বাচন করেছেন সাইফুল আলম নীরব। স্বরাষ্ট্রমন্ত্রী আসন থেকে যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জিতবেন না এমপি হতেন নিরব। শুধুমাত্র প্রার্থী হওয়ার কারণে সে আজ কারাগারে।


আরো খবর