শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছিলেন রিশাদ হোসেন। বর্তমান সময়ে বাংলাদেশে একমাত্র লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে খেলছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের লেগস্পিনারের শূন্যতা বরাবরই ছিল প্রকট। সেই ধারায় অবশ্য এখন টিকে আছেন রিশাদ।
টি-টোয়েন্টিতে ইকোনমিক্যাল রিশাদ। সেইসঙ্গে উইকেট নেওয়ার সহজাত ক্ষমতাও আছে। ব্যাট হাতেও যে খারাপ যান না, সেটাও প্রমাণ করেছেন। সবমিলিয়ে রিশাদকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন জাতীয় দলের অলারাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সিরিজের শেষ ওয়ানডের আগে আজ রোববার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনও অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।’
লেগস্পিনারের জন্য কাজটা কঠিন উল্লেখ করে মিরাজ বলেন, ‘একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়। যে জিনিসটা ওর ভিতরে আসছে আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে তত শিখতে পারব। আমরা যদি ওর যত্ন নিতে পারি তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।’
রিশাদের ব্যাটিং নজর কেড়েছিল তৃতীয় টি-টোয়েন্টিতে। দেশের হয়ে ছক্কার রেকর্ডও গড়েছেন। রিশাদের ব্যাটিং নিয়েও তাই আশাবাদী মিরাজ বলেন, ‘হ্যাঁ অবশ্যই। একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু দলের অনেক সুবিধা হয়। দল কিন্তু ভালো একটা পজিশনে যায়। রিশাদ ব্যাটিং করতে পারে এটা আমাদের দলের জন্য একটা সুবিধা। আমরা যদি ওকে যত্ন নিতে পারি ওকে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি ও ব্যাটিংটাও ভালো করবে। টি-টোয়েন্টিতে কিন্তু ও ভালো একটা ইনিংস খেলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও বড় শট খেলতে পারে। ওর সেই সামর্থ্য আছে।’
‘আমরা ওইভাবে চিন্তা করছি। আমিও ওর সাথে কথা বলেছি, টিম ম্যানেজমেন্টও কথা বলেছে। ওকে সুযোগ দেওয়া হয়েছে ব্যাটিংয়ের, নেটে। সে যদি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারে ও লম্বা সময় সার্ভিস দিতে পারবে এটা আমি মনে করি।’-যোগ করেন মিরাজ।