গ্রেপ্তার নুর আলম জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আর অপহরণের শিকার ওই শিক্ষার্থীর বাড়ি বিষ্ণুপুর গ্রামে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল মঙ্গলবার বিকেলে অপহরণকারী মো. নুর আলম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা গেছে, গত সোমবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে জয়পুরহাট সদর থানাধীন সৈয়দ আলীর মোড় এলাকা থেকে অপহরণ করেন নুর আলম। পরে ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে বাবা খঞ্জনপুর এলাকায় র্যাবের টহল টিমকে দেখতে পেয়ে মেয়ে অপহরণের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের পর র্যাবের একটি অভিযানিক দল নুর আলমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন মালঞ্চা এলাকা থেকে নুর আলমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।