• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এরআগে, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৪৯), মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এই ঘটনায় গুরুদাসপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


আরো খবর