রাজশাহী সংবাদ ডেস্ক :
নাটোরের লালপুরে কুকুরের কামড়ে শিশুসহ প্রাপ্ত বয়স্করা আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮মার্চ২০২৪) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় উপজেলার বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের ৪ টি গ্রামে বুধবার সন্ধ্যা থেকে রাত ৯ টার মধ্যে কুকুরের কামড়ে আহত হয়েছেন ৮ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ প্রাপ্ত বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য দ্রুত ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আহতরা হলেন লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা (৬০) নবীর উদ্দিনের ছেলে নাজির (৩৫)মৃত্য রহিম উদ্দিনের ছেলে আবদুল কাদের(৪০) মমিনপুর গ্রামের পারভেজ আলীর ছেলে জোবায়ের(৪) বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯) মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০) রামকৃষ্ণপুর গ্রামের মৃত্যু বদ্র মন্ডলের ছেলে জামাল (৪৫) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯) স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সকল আহতদের চিকিৎসা ও ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার পরামর্শ প্রদান করেন। এ ঘটনায় কুকুর আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।