• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

লালপুরে গোপন বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী আটক

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

নাটোরের লালপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার ঈশ্বরদী  ইউনিয়নের শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত-শিবির নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে।

বুধবার (১ মে) দুপুরে তাদের নাটোর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুল ওহাব (৬৫), জামায়াতে ইসলামী লালপুর উপজেলার সহকারী সেক্রেটারি এ্যডভোকেট মাসুদ রানা (৩৮) ২ নং ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রাব্বানী সুমন (৪০),   নবীননগর পশ্চিমপাড়া এলাকার প্রয়াত সুরাত সরদারের ছেলে মো. আসলাম হোসেন (৪০), শিবনগরের মৃত জাকাত খামারুর ছেলে মো. সেন্টু খামারু (৫৫), নবিনগর পশ্চিমপাড়ার প্রয়াত আয়েজ উদ্দিন প্রাংয়ের ছেলে মো. মোশারফ হোসেন (৫৩), শিবনগরের মো. আইনুল প্রাং এর ছেলে মো. নয়ন আলী (২১),  কাজীপাড়া এলাকার প্রয়াত কিশোর মন্ডলের ছেলে মো. আবুল কাশেম (৬০), একই এলাকার মৃত ইসমত মন্ডলের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩০), নবীনগরের প্রয়াত আহাদ আলী মন্ডলের ছেলে  মো. জহুরুল ইসলাম (৬২), শিবনগরের মো. ইনছান মন্ডলের ছেলে মো. আফতার হোসেন (৪৫), উত্তর লালপুর এলাকার প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম শরীফ (৪৫), নবীনগরের মৃত শাজাহান নুরীর ছলে মো. আ. হাকিম (৫৪),  প্রয়াত গেদু মন্ডলের ছেলে মো. লাল মোহাম্মদ লালু (৬৫),  মৃত রহমত মন্ডলের ছেলে মো. আইনুল হক (৬০), এবং ওয়ালিয়া সেন্টারপাড়া এলাকার মো. কইর আলীর ছেলে  মো. সজিব আহমদে (২৫), প্রয়াত নজরুল ইসলামের ছেলে মো. আবু রায়হান ওরফে হাসান (২৩) মো. উসতার প্রাংয়ের ছেলে মো. সেন্টু প্রাং (৩৫), শিবনগরের মো. সাবদুল খামারুর ছেলে মো. নাহিদ আলী (২১), এবং একই এলাকার মো. উসতার প্রাংয়ের ছেলে মো. ফাদ্দেছ প্রাং (৪৫)।

এঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় নাশকতার মামলা দায়ের করে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো খবর