• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

লালপুরে পানির ড্রামে শিশুর মৃত্যু

লালপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

নাটোরের লালপুরে পানিতে ডুবে মুসা (৯) নামে এক শিশু মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল ২০২৪) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গুচ্ছগ্রামে এঘটনা ঘটে।

নিহত ওই শিশু একই গ্রামের জামাত প্রামাণিকের ছেলে। স্থানীয়সূত্রে জানাযায়,মা ছেলেকে খুঁজে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পানির ড্রামে শিশু মুসাকে ভাসতে দেখে চিৎকার দিলে বাড়িতে কাজের লোক জন এসে তাকে উদ্ধার করে।

জানা যায় দুপুরে বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলাকালে শিশুটি খেলার ছলে পানির ট্যাংকি থেকে মগ দিয়ে পানি উঠিয়ে গোসল করার সময় পা পিছলে ট্যাংকিতে পড়ে যায় । বিকাল সাড়ে ৩টার দিকে ছেলের মা ছেলেকে পানির ট্যাংকির ভেতর ছেলেকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মুসাকে মৃত ঘোষণা করেন। বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু বিষয় টি নিশ্চিত করেছেন।


আরো খবর