• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীবাসীকে যুবদল নেতা রিটনের ঈদের শুভেচ্ছা প্ররতারণা করে ফ্ল্যাট হাতিয়ে নেয়ার অভিযোগে কৃষি কর্মকর্তা ও তার স্বামীর বিরুদ্ধে মামলা  কারাফটকে মায়ের মরদেহ দেখলেন সাবেক এমপি আসাদ বানেশ্বর-ঈশ্বরদী সড়ক নিয়ে নতুন শঙ্কা চলে গেলেন বরেন্দ্রের প্রাণ পুরুষ ড. আসাদুজ্জামান বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে বাঘায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবার মৃত্যু: মেয়ের পা বিচ্ছিন্ন চাঁপাইনবাগঞ্জে খাস জায়গায় দোকানঘর নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আ’লীগের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

শর্ত জুড়ে দিলেন বেলারুশের প্রেসিডেন্ট

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৪ জুন, ২০২২

রাশিয়া ইউক্রেনের কৃষ্ণ সাগরের সমুদ্র বন্দরগুলো আটকে রাখার কারণে শস্য রপ্তানি থমকে আছে।

এরই অংশ হিসেবে বেলারুশের ওপর দিয়ে এনে সেই সব শস্য বাল্টিক সাগরের বন্দরগুলোতে পাঠানোর প্রস্তাব দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ব্যাপারে তিনি কথা বলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, তারা এ প্রস্তাবে রাজি হবেন। তবে এজন্য বেলারুশের সঙ্গে কিছু আপোষ করতে হবে।

সেটি হলো, বাল্টিক অঞ্চলের বন্দরগুলোর মাধ্যমে বেলারুশের উৎপাদিত পটাশ রপ্তানি করার সুযোগ দিতে হবে।

পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে বাল্টিক সমুদ্র বন্দরগুলো দিয়ে বেলারুশ তাদের পটাশ রপ্তানি করতে পারছে না। ২০২১ সাল থেকেই পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বেলারুশের গণমাধ্যম বেল্টা জানিয়েছে এসব তথ্য।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বরাত দিয়ে গণমাধ্যম বেল্টা জানিয়েছে, লুকাশেঙ্কো বলেছেন, সবাই এখন রশদ (সহায়তা) চাচ্ছে। ঠিক আছে আমরা কথা বলতে পারি। আমরা কিছু মনে করি না। বেলারুশের মাধ্যমে এগুলো (শস্য) নিয়ে আসুন। তবে অবশ্যই সেখানে আপোষ থাকতে হবে।

তিনি আরও বলেন, শস্য ও সার রপ্তানি বিঘ্ন হওয়ার কারণ হলো, ‘সেসব নীতি যেগুলো পশ্চিমা ও উন্নত দেশ গুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র আজ আরোপ করছে’।

এদিকে এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুশিয়ারি দিয়ে বলেন, শস্য রপ্তানি করার বিষয়টি সহজ হবে না কারণ সবকিছু প্রত্যেকটির সঙ্গে জড়িত যেটি আলোচনার বিষয়টি জটিল করে দিচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আরো খবর