চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক হাজার আট শত কৃষকের মাঝে উফশী আউশ ধান ও গ্রীম্মকালীণ পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ- ১ শিবগঞ্জ আসনে টানা দুইবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মোট ১৮০০ জন কৃষককে জনপ্রতি ০৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি করে দুই রকমের রাসায়নিক সার প্রদান করা হয়। এবং ০৫ জন কৃষককে গ্রীম্মকালীন পেঁয়াজ বিজ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল বলেন, আওয়ামী লীগ কৃষকদের সার-বীজের পাশাপাশি মূল্যবান যন্ত্রপাতিও দিচ্ছে। এজন্য দেশের কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণিপেশার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত)
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনায়েন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।