শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল । উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী ভূমি কমিশনার জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস প্রমূখ।
সমাজ কল্যাণ অধিদপ্তরের আর্থিক সহায়তায় ক্যান্সার ৫৪, কিটনি ৩, লিভারসিরোসিস ৩ মোট ৬০ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।