• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

সংধিান দিবস উপলক্ষে ঘাদানিক’র আলোচনা সভা

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি

৫২ তম সংবিধান দিবস উপলক্ষে “অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সংবিধান বিরোধী চলমান ষড়যন্ত্র মোকাবেলায়, আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর। শনিবার বিকাল ৫টায় রাজশাহীর লক্ষীপুরে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান এর সভাপতিত্বে এবং মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী’র সঞ্চালনায়, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল। সভায় আলোচনা করেন সম্মানিত আলোচক অ্যাডভোকেট শামিম আক্তার হৃদয় অ্যাডিশনাল জিপি রাজশাহী জজকোর্ট, অ্যাডভোকেট জোসনা আরা সাধারণ সম্পাদক জেলা নির্মূল কমিটি, শফিকুজ্জামান শফিক সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রনজিত বর্ধন,সাবেক অধ্যক্ষ রইসুদ্দিন, মামুন আর রশিদ সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ নির্মূল কমিটি, হালিমা কুমকুম সভাপতি মহিলা কমিটি, ইখতিয়ার প্রামানিক সভাপতি স্টুডেন্ট ফ্রন্ট।

আলোচনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা মহানগর, নারী ইউনিট,যুব ফ্রন্ট এবং স্টুডেন্ট ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আরো খবর