সংবাদ বিজ্ঞপ্তি
দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আরো ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। মঙ্গলবার ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সহ-সভাপতি মাহবুবা আখতার, সদস্য মুনমুন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরীন আখতার মিতা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি, সদ্য সাবেক গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অশোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।