• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে বাংলানিউজ ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। এতে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা যখনই অনিয়ম-অবিচারের কথা তুলে ধরছেন, তখনই তাদের ওপর হামলা হচ্ছে। সাংবাদিকদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের হত্যাও করা হচ্ছে। সবশেষ এর শিকার হলেন সাংবাদিক নাদিম। একের পর এক সাংবাদিক হত্যায় দেশের বাইরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক হত্যার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এ ধরনের ঘটনা কমে আসবে।
মানববন্ধনে বিএফইউজের নির্বাহী সদস্য শরীফ সুমন, সাংবাদিক সরকার দুলাল মাহবুব, আনিসুজ্জামান, শরিফুল ইসলাম তোতা, সুব্রত দাস, আজাহার উদ্দিন, সালাহউদ্দিন, জিয়াউল গনি সেলিম, সাইফুর রহমান রকি প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর