রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। আজ মঙ্গলবার (৭ মে) তিনি এ পদে যোগদান করেন। গত ৫ মে (রোববার) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদয়ালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সউদ প্রমুখ।
এর আগে সাদিকুল ইসলাম সাগর মতিহার হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে সফলভাবে দ্বায়িত্ব পালন করেছেন।
এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন আন্তজার্তিক জার্নালে তাঁর বেশ কিছু আইন বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চারটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ের উপরে পুস্তক প্রণেতা – যা আইন অঙ্গনে বহুল প্রচলিত।