• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

সান্তাহারে গনহত্যা দিবস পালিত 

আদমদীঘি  প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বগুড়ার সান্তাহারে গণহত্যা ও কালো দিবস পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের স্বাধীনতা মঞ্চ চত্বরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
পরে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাতে সান্তাহারে নিহত সকল শহীদের স্মরণে সন্ধ্যা ৭টায় শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে। এরপর ১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনীর হাতে নিহত ওই সকল শহীদদের স্মরণে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় ২২ এপ্রিল সান্তাহার গণহত্যা ও কালো দিবস পালনের স্বীকৃতি দিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। সকল কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা।
এ সময় উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সির নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, আওয়ামী লীগ নেতা প্রদীপ ভৌমিক, কাউন্সির আলাউদ্দিন প্রমুখ।
১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনী ট্রেনযোগে সান্তাহার শহরে প্রথম প্রবেশ করে নারকীয় তাণ্ডব চালায়। ওই দিনই তারা নির্মম ভাবে গণহত্যায় মেতে উঠে। তাদের বুলেটের আঘাতে শহরের জমিদার সুরেন্দ্রনাথ ও তার স্ত্রী হড়িভবানী দাসী, ব্যবসায়ীসহ প্রায় আড়াই হাজার বাঙ্গালী নর-নারী সে দিন শহীদ হন।


আরো খবর