• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

সান্তাহারে ট্রেন থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেন থেকে শরীরের কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এয়ারপোট ভাদুর বটতলা এলাকার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৬) ও আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৬)। গত সোমবার রাত সাড়ে ১০টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান পরিচালনা করেন। ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে যাত্রী বেশে মাদক ব্যবসায়ী দুই নারী তাদের নিজের শরীরের কোমরে বিশেষ কায়দায় গাঁজা বেঁধে বসে ছিলেন। তল্লাশীকালে ওই দুই নারীর শরীরে বিশেষ কায়দায় রাখা চার কেজি গাাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর