বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা- বাগান এলাকার বাসিন্দা মোসলেম উদ্দীন আহম্মেদ (৮৪) মারা গেছেন। তিনি সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সান্তাহার নাগরিক কমিটির সভাপতি ছিলেন ।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যকালে তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর সান্তাহার দারুল উলম মাদ্রাসা মাঠে প্রথম এবং বাদ আসর নিজ গ্রাম তারাপুরে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয় ।
তাঁর মৃত্যুতে সান্তাহার ও আদমদীঘির বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।