• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের দুই মাসেই সাফল্য পাচ্ছে উপ-পরিদর্শক বকুল হোসেন

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার পুলিশ ফাঁড়িতে যোগদানের দুই মাসের মাথায় জনগণের প্রত্যাশা প্রায় শত ভাগ পূরণ করেছেন উপ-পরিদর্শক ( টিএস আই) বকুল হোসেন। মাদক, চোর-ডাকাত, সন্ত্রাস এখন অনেকটাই অপরাধমুক্ত সান্তাহার পৌর শহরে। ইতোমধ্যে জাল টাকা ও ডাকাত আটকের পর কর্মদক্ষ সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন প্রশংসিত হচ্ছেন সর্বমহলে।

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সান্তাহর পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক হিসেবে (টিএস আই) হিসেবে যোগদান করেন বকুল হোসেন। যোগদানের পর থেকেই তার ঝুঁলিতে একের পর এক সাফল্য যুক্ত হতে থাকে। মাদক, সন্ত্রাসী, চোর-ডাকাত গ্রেপ্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন  মামলার রহস্য উৎঘাটন ও তদন্তের পাশাপাশি মামলার আসামীদের গ্রেপ্তার করেছেন।

এছাড়া হারিয়ে যাওয়া প্রায় ৮ থেকে ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌছে দিয়েছেন বকুল হোসেন। রমজান ও ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়িয়ে দেওয়া চক্রের এক সদস্যকে ৭২ হাজার জাল টাকা সহ আটকের পাশাপাশি গত (৩ এপ্রিল) রাতে সান্তাহার পৌর শহর থেকে অস্ত্রসহ সাত জন ডাকাতকে আটকের পর সর্বমহলেই আলোচনায় এসেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, আমি সান্তাহারে যোগদানের পর থেকেই অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদীর্ঘি সার্কেল) নাজরান রউফ স্যার ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী এবং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার স্যারের পরামর্শে তাদের সার্বিক দিক নির্দেশনাগুলো যথাযথ মেনে চলার চেষ্টা করি। অপরাধ দমনের জন্য সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় আমরা প্রতিনিয়ত যাতায়াত করি। এতে করে অপরাধমূলক কাজ কমে গেছে। সেবা প্রার্থীদের সকল ধরনের সহযোগিতার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাব। কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সহ-কর্মীদের আমি সব সময় সহযোগিতা করেতে চেস্টা করি। তাদের কাজের সফল্য দেখে ভালো লাগে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশেও এখন ভালো কাজ করার প্রতিযোগিতা বেড়েছে। এটা একদিকে যেমন দেশ ও জনগণের কল্যাণ হবে তেমনি পুলিশের প্রতি মানুষের আস্থা ভালোবাসা বেড়ে যাবে।


আরো খবর