• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ছেলেসহ বাবার মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করতে নেমে দুই ছেলেসহ বাবার মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে চকরিয়ার বিএমচর ইউনিয়নে তাদের নিজ বাড়ির টয়লেটের ট্যাংকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন চকরিয়ার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (৭০) এবং তার দুই ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন বাবা ও দুই ছেলে। কিছুক্ষণ পর অসুস্থবোধ করলে তারা উঠে আসেন। পরে অবস্থা গুরুতর হলে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইয়ের মৃত্যু হয়। আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।


আরো খবর