• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

স্বামীর মৃত্যুর পর একাকিত্ব ও নিঃসঙ্গতা; অতপর স্ত্রীর আত্মহত্যা 

আদমদীঘি  প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) বিকালে উপজেলার কন্দুগ্রাম ইউনিয়নের বর্মন পাড়া এলাকার এক বাড়ি থেকে আলো রানী (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। মৃত আলো রানী ঐ এলাকার মৃত নির্মলের স্ত্রী।
আদমদীঘি থানা পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, প্রায় ছয় মাস আগে আলো রানীর স্বামী নির্মলের মৃত্যু হয়। তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাকিত্ব ও নিঃসঙ্গ জীবন কাটাতো। পরিবারের কোনো সদস্যদের সাথে কথাও বলতো কম। তার স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে পারিবারের লোকজনের আড়ালে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ঘরের সিলিং এর সাথে শাড়ী ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারনা করছে পরিবারের লোকজন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরো খবর