• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

হাইকোর্টের আদেশ শিরোধার্য: বুয়েট উপাচার্য

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি থাকতে বাধা নেই’ হাইকোর্টের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, হাইকোর্ট যা বলবে তা আমাদের মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য।

তা বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
সোমবার (১ এপ্রিল) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সেজন্য আলোচনা প্রয়োজন। কীভাবে করা যায় তা বের করতে হবে।

তিনি আরও বলেন, আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের আলোচনার ওপর ভিত্তি করে আমরা বিষয়টা দেখবো।


আরো খবর