সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ও মদিনায় অবস্থিত মসজিদে নববীতে তারাবির নামাজে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ার সময় কিছু মনকাড়া দৃশ্য দেখা গেছে।
মুসল্লিদের বড় একটি মাগরিবের আগেই মসজিদুল হারাম ও নববীতে পৌঁছেছেন। এবং সেখানেই তারা ইফতার করেছেন। মাগরিব এশা এবং তারাবির নামাজও তারা হারামাইনে আদায় করেছেন।
ছবিতে দেখা গেছে, মসজিদুল হারামের বেসমেন্ট, নিচতলা, প্রথম তলা, ছাদ, করিডোর এবং আশপাশের রাস্তাগুলো মুসল্লিতে পরিপূর্ণ।
এ রাতে মুসল্লিদের সহজে ইবাদত পালনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল সৌদি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চন্দ্রমাসের হিসাব অনুযায়ী সৌদি আরবে ২৯ রমজান শুরু হয়েছে রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে। এ দিন রাতে দেশটির মক্কা শহরে অবস্থিত মসজিদুল হারামে তারাবির নামাজে কোরআন খতম করা হয়েছে।
খতম তারাবি ও দোয়ায় অংশ নিতে এ রাতে মসজিদুল হারামে ২৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন।
এ রাতে হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস সবার মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও দেশের শান্তি কামনা করে দোয়া করেন।
এছাড়াও মসজিদে নববীতে ২৯ রমজান রাতে খতম তারাবি ও দোয়ায় অংশ নিয়েছেন লাখো মুসল্লি। মসজিদ প্রাঙ্গণ, ছাদ, আশপাশের বর্ধিত অংশ নামাজ শুরুর আগেই মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।