• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

হিজড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করার প্রত্যয় বন্ধু মিডিয়া ফোরামের

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
হিজড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করার প্রত্যয় বন্ধু মিডিয়া ফোরামের
হিজড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করার প্রত্যয় বন্ধু মিডিয়া ফোরামের

নিজস্ব প্রতিবেদক
হিজড়া জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, বন্ধু মিডিয়া ফোরামের সদস্যরা। সোমবার রাজশাহীর একটি রেস্তোরাঁয় বন্ধু মিডিয়া ফোরাম বিভাগীয় কমিটির এক সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়। ইউএসএইড এর ‘সমতা’ প্রোজেক্টের আওতায় রাজশাহীতে মিডিয়া ফোরামের এই বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিভাগীয় এই সভার আয়োজন করে।
সভায় লিঙ্গ বৈচিত্র্যময় এই জনগোষ্ঠীর মানুষের সামাজিক অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে রাজশাহীতেও ‘ইউএসএইড সমতা প্রকল্প’ যাত্রা শুরু করেছে, এটা নি:সন্দেহে এই অঞ্চলের হিজড়া সম্প্রদায়ের মানুষের জন্য সৌভাগ্য। কেননা এই জনগোষ্ঠীর সদস্যরা প্রতিনিয়ত সমাজের প্রতিটি ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। অবহেলা ও অবজ্ঞাই তাদের ভাগ্য। সরকার হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিলেও তারা বহুলাংশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তবে তারাও সবার সমাজে মত বাঁচার অধিকার চায়, ফিরতে চায় সমাজের মূল স্রোতধারায়। এজন্য রাজশাহীতে সমতা প্রকল্প বাস্তবায়নে এক সাথে কাজ করতে চায় গণমাধ্যমকর্মীরাও। এ সময় হিজড়া সংস্কৃতি পরিবর্তনে ও তাদের শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ও সহায়ক ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন ফোরামের সংবাদকর্মীরা।
সভায় হিজড়া সম্প্রদায়ের মানুষকে সমাজের মূল স্রোতধারায় ফেরাতে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিতে বন্ধু’র ভূমিকা ও অর্জনসমূহ তুলে ধরেন, সমতা প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মশিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বন্ধু মিডিয়া ফোরামের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক শরীফ সুমন।
এতে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বন্ধু মিডিয়া ফোরামের সাংবাদিকরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন।


আরো খবর