এসময় অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়াও তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।
বিগত বছরের ন্যায় এবছরেও রোজার প্রথমদিন ১২ মার্চ থেকে ব্যবসায়ী মো. এরশাদ উদ্দিন করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের তার জেসি অ্যাগ্রো ফার্ম থেকে ১০ টাকায় লিটার দুধ বিক্রির কার্যক্রম শুরু করেন। সেখান থেকে প্রতিদিন ৬৫-৭০টি পরিবার এক লিটার করে দুধ ১০ টাকা দিয়ে সংগ্রহ করে। এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।