চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উন্নয়নে ১২৫ কোটি টাকার প্রকল্প ঠেকাতে সংসদ সদস্য আব্দুল ওদুদ ৭টি ডিও লেটার দিয়েছেন অভিযোগ করেছেন পৌর মেয়র মোখলেসুর রহমান। বুধবার একটি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ তোলেন তিনি। যদিও সংসদ সদস্য এ অভিযোগ অস্বীকার করেছেন।
পৌর এলাকার হরতকিতলা মোড় ও অধীরের মোড়ে স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মোখলেসুর রহমান।
হরতকিতলা মোড়ের অনুষ্ঠানে মেয়র অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করছেন তিনি। অথচ সেই প্রকল্প বন্ধের জন্য একের পর এক ডিও লেটার দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য। অথচ কয়েকদিন আগেই তিনি পৌরসভার বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।
কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ করা হবে।
সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, তার ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোন কৃতিত্ব নেই।