কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের পরিবারকে মামলা করার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্র্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (১২ আগস্ট) বিকেলে নিজের এক ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তিনি এই পরামর্শ দেন।
ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘১৫ আগস্ট কেন্দ্র করে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত। পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নামে মামলা করুন, সরকার দ্রুত ব্যবস্থা নেবে।’