টুর্নামেন্টের প্রথম মৌসুমে হওয়া ১ হাজার ২২২ টি গোলের রেকর্ড টিকে ছিল এতদিন। সে মৌসুমে আবার খেলেছিল ২২টি ক্লাব। ১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০টি ক্লাবকে নিয়েই হয়ে আসছে এই টুর্নামেন্ট।
এবারের মৌসুমে সবচেয়ে বেশি ৯৬টি গোল করে চ্যাম্পিয়ন সিটি। দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি আর্সেনালের। এছাড়া তিনে থাকা লিভারপুল করেছে ৯১টি গোল। পয়েন্ট টেবিলের সাতে থাকলেও গোলের তালিকায় চারে আছে নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮৫ গোল করে তারা এবার।
এদিকে সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছে একদম তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেড। যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড।