• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের কাছে আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য তুলে ধরা হলো পাহাড়পুর বৌদ্ধ বিহারের  মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ পোরশায় পাঁচ মাদক সেবনকারী আটক রুয়েটে ডি-নথি কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার রাজশাহীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে পুলিশ ভেঙে যাচ্ছে জেনিফার লোপেজের চতুর্থ সংসার নিত্যপণ্যের অসহনীয় দাম: সিন্ডিকেট দমন ও কার্যকর বাজার তদারকি জরুরি

তীব্র দাবদাহে রাবি মহিলা ক্লাবের স্যালাইন ও বিস্কুট বিতরণ 

রাবি প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৪ মে, ২০২৪

তীব্র দাবদাহে রাজশাহীতে নেমে এসেছে স্থবিরতা। এই গরমে ক্যাম্পাসের পথচারী, দোকানি, রিক্সা চালক ও কর্মচারীদের মাঝে সাময়িক স্বস্তির উদ্দেশ্যে বিনামূল্যে স্যালাইন পানি ও বিস্কুট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাব।
শনিবার (৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ক্লাবের সভাপতি তানজিমা ইয়াসমিনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ক্লাবের সাধারণ সম্পাদক ড. জাকিয়া জিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. জাকিয়া জিয়াদ বলেন, আমরা গতকালকেই এ কাজ করার পরিকল্পনা নিয়েছি। যেখানে সাধারণ কর্মচারীবৃন্দ এবং যারা গরমের মধ্যে খুবই কষ্ট করছে তাদেরকে নিয়ে যেন এ গরমে একটু হলেও স্বস্তি মিটে। আসলে আমরা  শুধু পানি বিতরণ করি না, পাশাপাশি আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে যেমন শীতবস্ত্র বিতরণসহ নানান কিছু। নিজেদের অর্থায়ন কিংবা বিশেষ অনুদানে আমরা এসব কর্মকাণ্ড পরিচালনা করি।
মহিলা ক্লাবের আরেক সদস্য নীলিমা আফরোজ বলেন, বর্তমান সারা বিশ্বের একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে। এখানে তৃষ্ণার্ত মানুষদেরকে আমরা কিছু সাহায্য করতে পারছি এতেই প্রশান্তি।


আরো খবর