• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহে ৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জে চলছে অবৈধভাবে বালু উত্তোলন : হুমকীর মুখে ৩টি বাঁধ নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজ মিস্ত্রীর কাজ করার আড়ালে গাঁজার কারবার, একজন গ্রেপ্তার এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৪-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ামতপুরে তীব্র গরম উপেক্ষা করে চলছে ধান কাটা জয় বাংলা ঐক্য পরিষদের রানীনগর  শাখার সভাপতি ফরহাদ সম্পাদক শাহাবুল গুচ্ছভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৪ শতাংশ  ‘সুখ আর আমার কপালে সহ্য হইলো না : সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জনের মৃত্যু এপ্রিলে তৈরি পোশাক রপ্তানিতে ১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারী ও সেবী রয়েছে।

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১১ জনকে আটক করে।

যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা, ৮ পিস ট্যাপেন্টাডল, ১৭ বোতল অ্যালকোহল ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরো খবর