• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

পুকুর নিয়ে বিরোধ; বিষ দিয়ে ১৬ লক্ষ টাকার মাছ নিধন

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে পুকুর নিয়ে বিরোধের জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রী তপন কুমার সরকার দুই জনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী তপন কুমার সরকার বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখি। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরের পাড়ে বিষ পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আমার এই পুকুরটি পরিধি প্রায় ১ বিঘা এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পুকুর আমার নিজস্ব। বাকি পুকুর অন্য শরিকের হওয়াই আমি তাদের কাছে থেকে লিজ নিয়ে মাচ চাষ করছি। তবে বাঁকী অংশীদার  মধ্যে থেকে কিছু অংশ জাহাঙ্গীর ও রবিউলের কাছে লিজ দেয়। তারা দুইজন আমাকে ফোনে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিঢে থাকে।
সর্বশেষ গত ৬ থেকে ৭ দিন আগে তারা আমাকে ফোন দিয়ে পুকুরের মাছ তুলে নিতে বলে না হলে বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেয় ও পুকুর জোর করে দখলের চেস্টা করে। আমার ধারণা তারাই আমার পুকুরে বিষ দিয়েছে। এ ঘটনায় আমি তাদের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর