• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের কাছে আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য তুলে ধরা হলো পাহাড়পুর বৌদ্ধ বিহারের  মহানন্দা নদীতে ডুবে যুবকের মৃত্যু তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ পোরশায় পাঁচ মাদক সেবনকারী আটক রুয়েটে ডি-নথি কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার রাজশাহীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে পুলিশ ভেঙে যাচ্ছে জেনিফার লোপেজের চতুর্থ সংসার

বাঘায় জমি নিয়ে সংঘর্ষে ৬জন আহত

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাজশাহীর বাঘায় জমি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার খানপুর গ্রামে শাজাহান আলী ও আত্তাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

আত্তাব আলীর পক্ষের আহতরা হলেন-আত্তাব আলীর ছেলে আরিফ হোসেন (৩০), মৃহ হযরত আলীর ছেলে লিটন আলী (৩৫), আরিফের স্ত্রী ফারিনা খাতুন (২৬)। শাজাহান আলীর পক্ষে আহতরা হলো-মৃত খলিল হোসেনের ছেলে শাজাহান আলী (৫০), মৃত ফরিদ হোসেনের ছেলে আজগর আলী (৬৫), নাজিম উদ্দিনের ছেলে মেজর হোসেন (৩৫)। তাদের উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর